
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আবু সাঈদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। পরকীয়ার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু সাঈদ ওই গ্রামের আমির হোসেনের ছেলে। এ বিষয়ে রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এলাকার সজিবুর রহমান নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া ছিল আবু সাঈদের। সজিবুর এটি মেনে নিতে না পেরে আবু সাঈদকে হত্যার পরিকল্পনা করেন। গতকাল রাত ৯টার দিকে আবু সাঈদকে একা পেয়ে সহযোগীদের নিয়ে সজিবুর তাঁকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আবু সাঈদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় আবু সাঈদের স্ত্রী বীথি খাতুন বাদী হয়ে...
Developed by BDITHOST