নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সন্ধ্যা ৭:৫৯। ২ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

নভেম্বর ২, ২০২৫ ১:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় হতে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুরে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম রসুল ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় তারা জানতে পারে বোয়ালিয়া মডেল থানার অলোকার এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। মোবাইল টিমের ইনচার্জ তাৎক্ষণিক বিষয়টি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের ঐ টিম দুপুর ২টা ৩০ মিনিটে বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে যার গায়ে খোদাই করা MADE IN USA (অস্পষ্ট) লেখা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।