
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় হতে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুরে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম রসুল ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় তারা জানতে পারে বোয়ালিয়া মডেল থানার অলোকার এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। মোবাইল টিমের ইনচার্জ তাৎক্ষণিক বিষয়টি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের ঐ টিম দুপুর ২টা ৩০ মিনিটে বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে...
Developed by BDITHOST