নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:১৭। ২৯ মে, ২০২৫।

রাজশাহীতে পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার

মে ২৭, ২০২৫ ১০:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মির্জাপুর বউ বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লাঞ্চার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট শেলটি নিষ্ক্রিয় করে।

আরও পড়ুনঃ  ‘নকল ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ, জবাব দিলেন উর্বশী

পুলিশ জানিযেছে, মঙ্গলবার সকালে মির্জাপুর বউ বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকেরা মাটি কাটার সময় রকেট লাঞ্চার শেলটি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। পরে পুলিশের একটি দল গিয়ে শেলটি উদ্ধার করে। এরপর একটি ফাঁকা মাঠে শেলটি নিয়ে গিয়ে ধ্বংস করে আরএমপির সিটিটিসি ইউনিট।

আরও পড়ুনঃ  সচিবালয়ে আজও বিক্ষোভ করলেন কর্মচারীরা

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।