নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১০:৩৪। ৯ মে, ২০২৫।

রাজশাহীতে পিস্তল-ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

মার্চ ২৬, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জান মোহাম্মদ (৫০)। চারঘাট উপজেলার চামটা গ্রামে তার বাড়ি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাটের মৌগাছী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল জান মোহাম্মদকে গ্রেপ্তার করে। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, জান মোহাম্মদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।