স্টাফ রিপোর্টার : ২১ জুলাই রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রাম হতে বিকাল ০৪:৩০ টায় একজন মাদক কারবারিকে ৩০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মাহবুব আলম (২১)। মোঃ মাহবুব আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মৃত মাইনুল ইসলামের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত ২১ জুলাই বিকাল ০৪:০০ টায় গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চরআষাড়িয়াদহ হতে পদ্মা নদী পার হয়ে মাটিকাটা ইউনিয়নের পশ্চিম ভাটোপাড়া গ্রামস্থ ফুলতলা ঘাটে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী...
Developed by BDITHOST