স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: জহুরুল ইসলাম (২৭) রাজশাহী জেলার মোহনপুর থানার হরিহরপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৩ জুলাই রাতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল বারী ইবনে জলিল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মীর আরমান হোসেন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে থানা এলাকার পূর্ব রায়পাড়া এলাকায় একজন গাঁজা বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত পৌনে ১১টায় কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জহুরুলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি