স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: মতিউর রহমান ওরফে মতি (৫০) রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজপুর এলাকার মো: হোসেন আলীর ছেলে।
পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার ৯ আগস্ট রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রিমন হোসাইন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার বহরমপুর এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ১১টায় রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মতিউরকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।