নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:১৭। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার, গ্রেপ্তার ২

সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অভিযানে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: সোহাগ আলী (২২) ও মাইমুনা আক্তার জেরিন (১৭)। সোহাগ রাজশাহী জেলার মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুরের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে এবং মাইমুনা আক্তার জেরিন রাজশাহী জেলার শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এলাকার মো: নজরুল ইসলামের মেয়ে এবং ভুক্তভোগী মো. রফিকুল ইসলামের ভাতিজি।

আরও পড়ুনঃ  ‘বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত খেয়েও ওজন বাড়েনি’

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৩৮) তার ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান এবং ২১ আগস্ট নিজ বাড়িতে ফিরে এসে দেখেন আলমারিতে রাখা স্বর্ণ ও রূপার অলংকার নেই। অনেক খোঁজা-খুঁজির পরও না পেয়ে তিনি ধারণা করেন তার অলংকারাদী চুরি হয়েছে।

এদিকে ভূক্তভোগীর বাড়িতে প্রায় ৭-৮ মাস ধরে বসবাসরত ভাতিজি জেরিনের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি ১২ সেপ্টেম্বর শাহমখদুম থানা পুলিশকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবেন

শাহমখদুম থানা পুলিশ জেরিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারে, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জেরিন আসামি সোহাগ আলীর পরামর্শে ২১ আগস্ট সকাল ১০টায় স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানাধীন নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়।

আসামি জেরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল্লাহেল বাকী ও তার টিম মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি সোহাগ আলীকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি নতুন জাকসু ভিপির

অভিযানকালে সোহাগের হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩,৫৫,১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭,১৬২ টাকা) উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।