
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ডিবি পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: কোরবান আলী (৩৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দক্ষিণ উজিরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার(ডিবি) এর তত্বাবধানে এসআই রিমন হোসাইন, ডিবি এর নেতৃত্বে তার টিম মহানগর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটি করছিলেন। ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শাহমখদুম থানা এলাকার নওদাপাড়ায় মো: রাজেশ এর চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রি হচ্ছে। পরে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬টায় নওদাপাড়া অভিযান পরিচালনা করে আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামি কোনবানকে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা...
Developed by BDITHOST