
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (২৭)। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাঁচামারা গ্রামের মোঃ ইমান মাতবরের ছেলে। বর্তমানে সে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পোনে ১টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পদ্মা আবাসিক এলাকার একটি বাসায় ইয়াবা বিক্রি চলছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাব্বির হোসেনকে ধাওয়া করে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের ফয়েল পেপার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়...
Developed by BDITHOST