স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর হাদির মোড় এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- নাজমুল হাসান রাব্বি (২৬) ও আবুল হাসান (২৩)। নাজমুল হাসান রাব্বি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানার ভুলিয়ারা এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে ও আবুল হাসান একই এলাকার মো: আব্দুল মালেকের ছেলে। নগর পুলিশ জানায়, গতকাল সোমবার (২৯ জুলাই) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদির মোড় এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল...
Developed by BDITHOST