নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:৫৬। ২ জুলাই, ২০২৫।

রাজশাহীতে পুলিশের ওপর ককটেল হামলা, আহত ২

নভেম্বর ২৩, ২০২৩ ৮:৪৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কনস্টেবল হলেন- মো. জাহিদুল ও শামীম হায়দার।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে বায়া বাজার সংলগ্ন মাছের আড়তের কাছে পুলিশের টহল পিকআপ ভ্যানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। এরপরই তারা পাশের বরই বাগান দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  রাবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ওসি বলেন, গাড়িদে থাকা পুলিশ সদস্যদের মধ্যে দুই কনস্টেবল শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাদের রাজশাহী পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুনঃ  রাসিকের সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।