স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ডিবি ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩শ গ্রাম গাঁজা ও ৩শ ৯০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি ও পবা থানা পুলিশ।
আরএমপির ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মুরাদ শেখ (৪৫) রাজশাহী নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত তৌহিদ শেখের ছেলে।
পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: দারেশ সরকার ওরফে দারেজ(২৬) ও মো: কামরুল ইসলাম(১৭)। দারেশ রাজশাহী নগরীর পবা থানার বাগধানী এলাকার মো: মুনসুর সরকারের ছেলে এবং কামরুল একই থানার বাগধানী উলাপুর এলাকার মো: কামাল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ৬ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ভদ্রা পার্ক এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ দুপুর সোয়া ১টায় চন্দ্রিমা থানার ভদ্রা পার্ক এলাকার অভিযান পরিচালনা করে আসামি মুরাদকে ৩শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। অপর আসামি ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে কৌশলে পালিয়ে যায়।
এছাড়াও পবা থানায় রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার বাগধানী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি দারেশ ও কামরুলকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩শ ৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা ও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।