স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে রাজশাহীতে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। বিশেষ কল্যাণ সভায় তিনি রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী বিভাগের সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন আবেদন ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় আইজিপি বলেন, নির্বাচনের আগে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলা এবং তাদের বাস্তব সমস্যাগুলো শোনা তাঁর দায়িত্বেরই অংশ। সে কারণেই গত বছরের পয়লা নভেম্বরের পর নির্বাচনকে সামনে রেখে আবারও এই মুখোমুখি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আইজিপি...
Developed by BDITHOST