
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বেসিক ব্যাংক নওদাপাড়া শাখার ক্যাশিয়ার (বর্তমানে চেকজালীয়াতি ও অর্থ প্রতারনার দায়ে বরখাস্ত) তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। এই প্রতারক চক্রটি সাধারণ মানুষের কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। শনিবার সকাল ১১টার সময় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানব বন্ধন কর্মসুচিতে এই প্রতারক দম্পত্তি দ্বারা প্রতারণার স্বীকার পরিবারের প্রায় দুইশত সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মানববন্ধনে প্রতারক দম্পত্তির বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মানববন্ধন কর্মসুচি থেকে প্রতারিত ভুক্তভোগীরা বলেন, প্রতারক দম্পত্বি তাসনুভা ফেরদৌস ও স্বামী গোলাম জাকির এর প্রতারনায় আজ আমরা অনেকেই পথে বসতে চলেছি। এই প্রতারক দম্পত্বি এতো চতুর যে-কাউকে তার মা,বাবা ভাই বোনসহ আত্মীয় বানিয়ে আমাদের সাথে সু-সম্পর্ক স্থাপন করে...
Developed by BDITHOST