
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজিম আলী (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম মহানগরীর উপকণ্ঠ পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সোমবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চৌবাড়িয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক প্রতিবন্ধী কিশোরী গত ১৪ মে সকালে পাশর্^বর্তী নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে ওই কিশোরীর বাবা-মাসহ নিকটাত্মীয়রা খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা রাতেই পবা থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরের দিন সোমবার সকালে একই এলাকার এক ভ্যানচালক ওই কিশোরীকে রাস্তায় কাঁদতে দেখেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে ওই শরীরিক...
Developed by BDITHOST