স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটোজানালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে নগরের কাদিরগঞ্জে অবস্থিত অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিপিজেএ’র রাজশাহী শাখার আজীবন সদস্য আব্দুল জাবীদ অপু, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জ্যেষ্ঠ ফটোসাংবাদিক ফরিদ আক্তার পরাগ ও আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক শহীদুল ইসলাম দুখু।
বিপিজেএ’র রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামাদ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আলী এহেসান তুহিন, সাবেক সহ-সভাপতি শাহিন খান, প্রচার সম্পাদক সামিউল ইসলাম শামিম, অর্থ সম্পাদক মিলন শেখ, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক কমিটির সদস্য আজম খান, সদস্য আবু নুর মো. মুক্তার হোসেন, সোহরাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ফটোজানালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ফটোসাংবাদিকদের নিজস্ব ক্যামেরায় তোলা গ্রামীণ-সামাজিক-প্রকৃতিক ও পুরোনো ঐতিহাসিক নিদর্শনসহ বিভিন্ন ধরনের ৭২টি আলোকচিত্র স্থান পায়। আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবাইকেই সমাপনী দিনে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।