নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৯:৪২। ৬ জুলাই, ২০২৫।

রাজশাহীতে ফার্মেসীর আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি, গ্রেফতার ৫

জুলাই ৬, ২০২৫ ১:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় ফার্মেসীর আড়ালে ট্যাপেন্টাডলসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি বিশেষ দল।

র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, স্থানীয় মাসিন্দা গ্রামের মো. ময়েজ উদ্দিন তার ঔষধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন।এরপর র‍্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায়।

আরও পড়ুনঃ  ‘পৃথিবীর অন্য কোনো শহরকে কলকাতার মতো মনে হয় না’

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, তানোর থানার মাসিন্দা গ্রামের মো. ময়েজ উদ্দিন (৭৩), পিতা-মৃত হাজী মেছের আলী।মো. খোকন (৩৫), পিতা-ময়েজ উদ্দিন। মো. হাফিজুর রহমান (৩৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন।তানোর থানার রাইতান বড়শো গ্রামের মো. ইসমাইল হোসেন (২৬), পিতা-মো. সাইদুর রহমান এবং মো. ছারু খান (২৯), পিতা-মো. ওহাব আলী।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

র‍্যাবের অভিযানে তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং ৪১ হাজার ৩০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন ধরে তানোর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।বিশেষ করে ফার্মেসীর বৈধ অনুমতির আড়ালে ট্যাপেন্টাডল ও ফেন্সিডিলের মতো মাদকদ্রব্য মজুদ ও বিক্রি করছিল তারা।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল।

আরও পড়ুনঃ  পাহাড়ি অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ঘটনার পর তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।