
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার ভোরে বাঘা উপজেলায় এ অভিযান চালানো হয়। শহিদুলের বাড়ি উপজেলার পাকুড়িয়া গ্রামে। দুপুরে জেলা পুলিশের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, শনিবার ভোরে শহিদুল বাড়ির পাশের রাস্তায় ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও আটটি মামলা রয়েছে। শহিদুলকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Developed by BDITHOST