স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফেনসিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এসময় তাদের কাছে থেকে ৩০ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৭৫০০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টায় পবা থানার ছোট আমগাছী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পবা থানার ছোট আমগাছী এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো: কুরাইস আহম্মেদ অরফে মনি (৫০), বেলপুকুর থানার বড় ধাধাইস এলাকার আ: রাজ্জাকের ছেলে মো: আকরাম হোসেন (৩৮) এবং কাটাখালী থানার কাপাশিয়া এলাকার মৃত হাবিববুর রহমানের ছেলে মো: নজরুল ইসলাম (৫৫)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তারা শুধু ফেনসিডিল নয়, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত মো: কুরাইস আহম্মেদ অরফে মনির বসতবাড়ী তল্লাশী করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।