স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ফ্রিজের কিস্তির বকেয়া টাকার জন্য এক ভ্যানচালকের জীবিকার একমাত্র মাধ্যম অটোভ্যান ছিনিয়ে নেওয়ার পর অপমান ও ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন। এই ভ্যানচালকের নাম হাসেম মন্ডল (৪০)। তিনি উপজেলার সইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলার কেশরহাটে আলিফ মীম এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রনিকস শোরুমের মালিক তার ভ্যান কেড়ে নেন। এরপর তিনি ঘাষ মারা বিষ পান করেন। পরে শনিবার (১১ অক্টোবর) ভোরে তিনি মারা গেছেন। এ ঘটনার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। হাসেম মন্ডলের স্ত্রী সালমা বেগম জানান, তার স্বামী ওই শোরুম থেকে কিস্তিতে একটি ফ্রিজ কিনেছিলেন। তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করলেও শোরুমের মালিক আকরাম আলী ও তার সহযোগীরা বকেয়া ১০ হাজার টাকা এবং সুদবাবদ আরও ১০ হাজার টাকার জন্য...
Developed by BDITHOST