
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বখাটেদের হামলায় ফারুক হোসেন ডাবলু নামের এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। বুধবার সন্ধা ৬ টার দিকে দামকুড়া থানার মুরারিপুরে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। আগের কমিটিতে দপ্তর সম্পাদক ছিলেন তিনি। পবা উপজেলার শীতলাই গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেন ডাবলু বুধবার ইফতারির দাওয়াতে নিজের প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে মুরারিপুর গোরস্থানের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তার প্রাইভেটকারে ধাক্কা মারে। এ নিয়ে আওয়ামী লীগ নেতার ডাবলু প্রতিবাদ করলে তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠেন অটোরিকশার চালক। এসময় স্থানীয় কিছু বখাটে অটো চালকের পক্ষ নিয়ে তার উপরে হামলা চালান। ছুরিকাঘাত করা হয় হাতে। খবর পেয়ে দ্রুত দামকুড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায়...
Developed by BDITHOST