স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার সকালে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলায় বিএমডিএ’র ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-দ্বিতীয় পর্যায়’ প্রকল্পের সেচ কার্যক্রম ঘুরে দেখেন।
পরে তিনি গোদাগাড়ীর মোহনপুর এলাকায় ‘পার্টনার প্রোগ্রাম’ বাস্তবায়িত সৌরশক্তি চালিত সেচযন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘অবকাঠামো উন্নয়ন সক্ষমতা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় নির্মিত জোন দপ্তর ভবন উদ্বোধন করেন। একইসঙ্গে ‘ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচকাজে ব্যবহার ও পরিবেশ উন্নয়ন’ এবং ‘পানি সংকটময় এলাকার সেচ বঞ্চিত এলাকা ও খালসমূহ’ প্রকল্পের কাজও পরিদর্শন করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
এসময় তাঁর সঙ্গে বিএমডিএর নির্বাহী পরিচালক তারিকুল আলম, অতিরিক্ত সচিব মীর্জা আসরাফুল রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, প্রকল্প পরিচালক ড. মো. আবুল কাসেম, এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, নুর ইসলাম, সচিব নীলুফা সরকারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।