স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এবং ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহীর যৌথ আয়োজনে জয়সালমার বিট (Jaisalmer Beat) সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের ডাঃ কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশন, রাজশাহীর সহকারী হাইকমিশনার মনোজ কুমার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সভাপতি ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বন্ধুপ্রতিম দেশ ভারতের সাথে আমাদের ভাষা, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক মিল রয়েছে। গত ১৫ বছর ধরে দুই দেশের...
Developed by BDITHOST