স্টাফ রিপোর্টার : "পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া" এ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় নগর সংকট মোকাবেলায় রাজশাহীর জন্য করনীয়, পরিকল্পিত উন্নয়ন, নগর শাসন ও অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) খোন্দকার আজিম আহমেদ। [caption id="attachment_97774" align="alignnone" width="829"] আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী।[/caption] রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের...
Developed by BDITHOST