
আরিফুল ইসলাম, রাজশাহী : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বাউবি বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারীগণের সঙ্গে আঞ্চলিক কেন্দ্রের প্রোগ্রাম অফিসার ও আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা: মোরশেদা খাতুন-এর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পরিচালক মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে বাউবি’র একাডেমিক প্রোগ্রামের চলমান কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ, বিএ এবং বিএসএস প্রোগ্রাম ২০২৬ এ শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, চলমান বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান, সম্পূর্ণ দূর্নীতিমুক্ত থেকে শিক্ষার্থী পরিসেবা নিশ্চিতকরণের জন্য সকলকে অনুরোধ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ/সমন্বয়কারী মো: আব্দুল আজিজ, পঙ্গু শিশু নিকেতন সমন্বিত ডিগ্রী কলেজের সমন্বয়কারী মো: মোসাব আলী, ধোকড়াকুল ডিগ্রী কলেজের সমন্বয়কারী মো: মোজাফফর হোসেন, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো: শহীদুল্লাহ শেখ, সরদহ সরকারি...
Developed by BDITHOST