
অনলাইন ডেস্ক : রাজশাহীতে আশঙ্কাজনকভাবে ডেঙ্গু রোগী বাড়ছে। এভাবে রোগী বাড়তে থাকলে তাদের সেবা দেওয়া দুরূহ হয়ে যাবে। এ কথা জানিয়ে জরুরি ভিত্তিতে সচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে চিঠি দিয়েছেন- রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালের পরিচালক। এরই মধ্যে রাজশাহীতেও মিলেছে ভয়ংকর এডিস মশার লার্ভা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন ডেঙ্গু রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জরুরি বার্তা দিয়ে এ চিঠি রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে পাঠিয়েছে। হাসপাতাল পরিচালকের ওই চিঠিতে বলা হয়েছে-‘উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৫ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৯ জন ডেঙ্গু রোগীই ঢাকা ভ্রমণকারী। অবশিষ্ট ৪ জন ঢাকা...
Developed by BDITHOST