
স্টাফ রিপোর্টার : বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে, বারিন্দ এনভায়রনমেন্ট এর সহযোগিতায় পরিবেশ বান্ধব শহর রাজশাহীর বিভিন্ন স্থানে বায়ুতে বিদ্যমান ভাসমান বস্তকনা, পি.এম ২.৫ এবং পি.এম ১০, অদ্য ২৫ অক্টোবর ২০২৫ তারিখে নির্ণয় করা হয়, এবং একই সাথে উক্ত স্থান গুলোতে বায়ু দূষণ রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। উল্লেখ্য যে, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে শুস্ক মৌসুমে একযোগে পাঁচটি স্থানে এ গবেষণা পরিচালনা করা হয়েছিল, এরই ধারাবাহিকতায় বায়ুর বর্তমান অবস্থা জানার জন্য গবেষণাটি পুনরায় পরিচালনা করা হয়। পূর্বের ন্যায় একই স্থান, তথা জনবহুল স্থান হিসেবে রেইলগেট ও বন্ধগেট এলাকা হতে, এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে বিসিক মঠ পুকুর এর নিকটে দিনব্যাপী গবেষণাটি পরিচালিত হয়। উক্ত পরীক্ষায় নেতৃত্ব দেয় প্রকৌশলী মোঃ জাকির হোসেন খান (পি.এইচ.ডি.)। উনাকে সহযোগিতা করেন অলি আহমেদ...
Developed by BDITHOST