
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৮ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা প্রদান, জনদুর্ভোগ সৃষ্টি এবং নাশকতার অভিযোগে শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় গ্রেপ্তার ৭ জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আসামিরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন, চারঘাট লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, চারঘাট শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, বাঘার সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল, যুবদলের নেতা বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, একই উপজেলার রামরামা গ্রামের মনির মণ্ডল এবং গোদাগাড়ী উপজেলার ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম। এই মামলায় ৭ জনকে শনিবার বিকেলে গ্রেফতার করে পুুলিশ। তবে বাঘা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল এই মামলায় পলাতক রয়েছেন। বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার...
Developed by BDITHOST