স্টাফ রিপোর্টার: বিএনপি দেশব্যাপী যে বিভাগীয় সমাবেশে করছে, তার মধ্যে রাজশাহীর সমাবেশই সবচেয়ে বড় হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। বুধবার সংবাদ সম্মেলন করে দলের নেতারা এ কথা বলেছেন। মহানগরীর মালোপাড়ায় নগর বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামী ৩ ডিসেম্বরের গণসমাবেশ বানচাল করতে কিছু অতি উৎসাহী পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত শতাধিক মামলা করা হয়েছে। তারপরও রাজশাহীতে দেশের সবচেয়ে বড় গণসমাবেশ হবে। অন্তত ১৫ লাখ নেতাকর্মী যোগ দেবেন। তিনি বলেন, ‘গতরাতেও গোটা বিভাগে বিএনপির ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এসব করে কোন লাভ নেই। আমরা সব পুলিশকে দোষারোপ করি না। গুটি কয়েক পুলিশের কারণে গোটা পুলিশ সমাজের বদনাম হচ্ছে। এই সমাবেশ...
Developed by BDITHOST