স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠকে বসে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। মামলায় আসামি হিমেবে গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লবসহ (৪৯) পাঁচজনের নাম উল্লেখ আছে। অন্য আসামিরা হলেন- গোদাগাড়ী পৌর শহরের বুজরুকপাড়ার নাফিউল ইসলাম নাহিদ (৩৫), কেল্লাবারুইপাড়ার মো. আব্দুল্লাহ (৩২), ভগবন্তপুরের সজল রহমান (৩৩) ও বারুইপাড়ার নুর আলমের (৩৮) নাম রয়েছে। তারা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। মামলায় অজ্ঞাত আসামি আরও ২০০ জন। মামলার অভিযোগে বলা হয়েছে, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত বুধবার রাত সোয়া ৯টার দিকে...
Developed by BDITHOST