নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:২৮। ২৯ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে বিএনপির ৩১ দফা প্রচারে গণসংযোগ করলেন কে এম জুয়েল

আগস্ট ২৯, ২০২৫ ১:৪৭
Link Copied!

সজল মাহমুদ, স্টাফ রিপোর্টার : বিএনপির রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার কে এম জুয়েল।

বুধবার (২৭ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করেন তিনি। গোদাগাড়ী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে দিনটির সূচনা করেন কে এম জুয়েল। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

গোদাগাড়ী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার কে এম জুয়েল।

পরে তিনি গোদাগাড়ী থানার সাধুর মোড়, মোহনপুর ইউনিয়নের জটাবটতলা মোড়, পাকড়ি ইউনিয়নের নারায়ণপুর ও বারহাটি মোড়ে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এছাড়াও দীর্ঘদিন অসুস্থ থাকা গোদাগাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৮ অপহরণকারী গ্রেফতার: ভিকটিম উদ্ধার

গণসংযোগকালে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দেন কে এম জুয়েল।

এ সময় তিনি বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। এখন রাষ্ট্রকে নতুন করে সাজাতে হলে প্রথমে সেটি মেরামত করতে হবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন।”

আরও পড়ুনঃ  গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা

তিনি আরও বলেন, “এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের রাষ্ট্রীয় অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।