নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:০৮। ১৯ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে বিজিবির অভিযানে ২৮ কেজি কারেন্ট জাল জব্দ

অক্টোবর ১৯, ২০২৫ ৮:৩৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার কাটাখালী থানার সাহাপুর মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৮ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহাপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬৮/২-এস হতে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাহাপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।