নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৭:৪১। ২৭ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও পাতার বিড়ি জব্দ

অক্টোবর ২৭, ২০২৫ ৪:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটার মধ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ চরমাজারদিয়া ও সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ৬১/এক্স-১-এস এবং ৪৫/২-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ২২ বোতল ভারতীয় মদ এবং অপর একটি ব্যাগে ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক করা ভারতীয় মদ দামকুড়া থানায় এবং পাতার বিড়ি রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।