নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সন্ধ্যা ৭:৪৪। ১৪ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ২৪

নভেম্বর ১৪, ২০২৫ ৫:৫০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৪ জন গ্রেপ্তার হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: মেহেদী হাসান (২৬) ও মো: হোসাইন (২৪)। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী রাজশাহী জেলার মোহনপুর থানার আবু বক্কর ছিদ্দিক এর ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের সদস্য হোসাইন সিরাজগঞ্জের বেলকুচি থানার মৃত আবু বক্কর এর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।