নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:০৭। ২০ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

অক্টোবর ২০, ২০২৫ ৩:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য’- এই প্রতিপাদ্যে রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে জাতীয় বাজেট প্রণয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন— প্রতিটি ক্ষেত্রেই গুণগত তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য সংগ্রহে দক্ষতা বৃদ্ধি করতে পারলেই দেশের পরিসংখ্যান খাত আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পরিসংখ্যানবিদ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।