
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে “প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম”। আজ শুক্রবার (২৭ জুন) নগরীর বড়বনগ্রাম এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’—এই প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে নিম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ মো. রমজান আলী সরকার ও অন্যান্য স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ। সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বৃক্ষই মানুষের একমাত্র নিঃস্বার্থ বন্ধু, যা মানব সভ্যতার জন্মলগ্ন থেকে প্রয়োজন মিটিয়ে আসছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নির্মাণ—সব কিছুর মূলে বৃক্ষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও...
Developed by BDITHOST