স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বৈদ্যুতিক তার চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: পল্লব (২৪) ও মো: বদর উদ্দিন (৬২)। পল্লব রাজশাহী নগরীর মতিহার থানার ধরমপুর গ্রামের আ: শুকুর আলীর ছেলে এবং বদর উদ্দিন একই এলাকার মৃত আব্দুল শেখ এর ছেলে।
নগর পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলার সূত্রে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে মতিহার থানার বিনোদপুরের খোকন আয়রন স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে প্লাস্টিক কভারসহ ৪ ফুট লম্বা ৪টি চোরাই তামার তার উদ্ধার করা হয়।”
বিজ্ঞপ্তিতে আরও জানায়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পল্লব সুযোগ বুঝে বাসাবাড়ি, দোকান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে এবং বদর উদ্দিন এসব চোরাই মাল বিক্রি করে থাকে।”
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।