
স্টাফ রিপোর্টার : রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ে ভারতীয় ভিসা করতে এসে আপ্পা সাঈদ নামে সেনাবাহিনীর এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। সাঈদ নিজেকে মেজর জেনারেল পরিচয় দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটককৃত সেনাবাহিনীর ভুয়া এই কর্মকর্তা যশোরের কোতোয়ালি থানা এলাকার সাঈদ আব্দুল ওলির ছেলে। ভারতীয় ভিসা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আপ্পা সাইদ নিজেকে সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয় দিয়ে কথা বলেন। পরে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি আইডি কার্ডসহ সংশ্লিষ্ট সব ধরনের কাগজ দেখাতে ব্যর্থ হন। বিষয়টি সহকারী ভারতীয় হাইকমিশনার মনোজ কুমারকে জানালে তিনি পুলিশ ডেকে সেনাবাহিনীর ভুয়া এই মেজর জেনারেলকে সোপর্দ করার নির্দেশ দেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে...
Developed by BDITHOST