নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৭:২৮। ৭ জানুয়ারি, ২০২৬।

রাজশাহীতে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যা মামলার আসামী বিপ্লব গ্রেফতার

জানুয়ারি ১, ২০২৬ ৬:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জমিতে পুকুর খননকে কেন্দ্র করে যুবককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যা মামলার এজাহার নামীয় ৫ নং আসামী বিপ্লবকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও , র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মামলার বাদী রফিকুল ইসলাম পেশায় একজন কৃষক। গত ১৭ ডিসেম্বর রাত্রি অনুমান ৮.৩০ মিনিটে মসজিদের মাইকে জমিতে জোরপূর্ব পুকুর খননের ঘোষণা দিলে বাদী ও তার ছেলে আহমেদ জুবায়ের(২২) বাঁধা দিতে তাদের জমিতে যায়। আনুমানিক রাত ৮:৪৫ মিনিটে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন পালশা পূর্ব বিলে জমিতে গিয়ে তারা কতিপয় লোকজনকে তাদের জমি সহ অন্যান্য লোকের জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করতে দেখে।

আরও পড়ুনঃ  সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনাসহ মাস্টারপ্ল্যান চূড়ান্তে গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

বাদী ও তার ছেলে জুবায়ের পুকুর খননের ব্যাপারে উক্ত লোকজনদেরকে পুকুর খননের কারণ জানতে চাইলে আসামিগণ তাদের কথায় কর্ণপথ না করে পুকুর খনন করতে থাকে। নিহত জুবায়ের তাদেরকে জমিতে পুকুর খনন করতে নিষেধ করলে একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে জুবায়েরকে ভেকু মেশিনের মাথা দিয়ে টেনে চাকার সামনে রেখে শরীরের উপর দিয়ে ভেঁকু মেশিন চালিয়ে দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। বাদির চিৎকারে আশেপাশে লোকজনের সহায়তায় জুবায়েরকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ভেনেজুয়েলার রাজধানীতে মার্কিন অভিযান, প্রেসিডেন্ট মাদুরো আটক

চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত জুবায়ের-এর পিতা বাদী হয়ে রাজশাহী জেলার মোহনপুর থানায় ৭ জনসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের’ কে গ্রেফতারের অভিযানে নামে র‌্যাব।

আরও পড়ুনঃ  ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিলো পাকিস্তান

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে ১ জানুয়ারি রাত্রি ১২:১০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীও ৫নং আসামী বিপ্লব হোসেন (৫২), কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।