নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৪:৪৩। ২৫ মে, ২০২৫।

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

মে ২৪, ২০২৫ ১০:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদক মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলাম (৫৫) ও তার ছেলে আশিক হোসেন (২৬)। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তিনি জানান, ২০২৩ সালের ১১ মার্চ দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন ও নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাইফুলের ছেলে আশিককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  সিরিজ খেলতে কবে পাকিস্তানে যাবেন লিটন-শান্তরা

এ নিয়ে পরদিন ১২ মার্চ র‌্যাবের পক্ষ থেকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাইফুল ইসলামকে পলাতক আসামি করা হয়েছিল। পরে বাবা ও ছেলেকে অভিযুক্ত করেই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল হয়। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে শনিবার আদালত এ রায় দিলেন।

আরও পড়ুনঃ  বাগমারায় ডিস লাইনের বৈদ্যুতিক শকে ঝরে গেল মহিলার তাজা প্রাণ

পরিদর্শক আনিসুর রহমান জানান, রায় ঘোষণার সময় বাবা ও ছেলে আদালতে হাজির ছিলেন। আদালত তাদের দোষী সাব্যস্ত করে রায় দিলে দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।