স্টাফ রিপোর্টার : শনিবার বিকালে রাজশাহী বিএনপি জেলা ও মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমনটাই দাবি করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক নেতা মাহমুদ হাসান শিশিল। গত বুধবার দুপুরে নগরীর পদ্মা আবাসিক এলাকায় একটি আট তলা ভবনে যুবলীগের সাধারন সম্পাদক রনি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভবনটি ঘেরাও করে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে তল্লাশি চালায়। এসময় রনিকে পাওয়া না গেলেও ভবনের গার্ড স্বীকার করে তাকে ভবনে ঢুকতে দেখেছে। তল্লাশির দুইদিন পরে ঐ ভবনের ৫ তলার ৬ নং ফ্ল্যাটে থাকা হাবিবা আক্তার মুক্তা নামের একজন থানায় চুরি ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তিনি বেআইনী জনতার দলবদ্ধ হয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ, সাধারণ জখম, ভীতি প্রদর্শন, চুরি, হুকুমদানসহ মানহানীর মামলা দায়ের করেন। মামলায়...
Developed by BDITHOST