স্টাফ রিপোর্টার: ‘যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা’ এই স্লোগান নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় মা ও শিশু সহায়তা কর্মসূচী (এমসিবিপি) কার্যক্রম সংক্রান্ত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার পরিচালক (যুগ্মসচিব) মনোয়ারা ইশরাত। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন। কর্মসূচীর প্রেক্ষাপট ও রুপরেখা তুলে ধরেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক রুবিনা গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, রাসিক এর সচিব, উপপরিচালক পরিবার পরিকল্পনা অফিস, উপপরিচালক কৃষি...
Developed by BDITHOST