স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সিরাজুল ইসলাম (৪৪)। তিনি নগরীর মতিহার থানার ধরমপুর কাজলা মহল্লার বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৭ সালের ১৪ মার্চ রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ ১০০ গ্রাম হেরোইনসহ আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে জামিন নিয়ে তিনি পালিয়ে যান। পরবর্তীতে তার অনুপস্থিতিতেই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
আর সিরাজুল ইসলাম বাড়ি না এসে দেশের বিভিন্ন স্থানে ট্রাকচালক হিসেবে কাজ করতেন। সোমবার নগরীর মতিহার থানা পুলিশ জানতে পারে সিরাজুল নগরীর চন্দ্রিমা থানার দায়রাপাক মোড়ে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।