
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙা এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি এবং হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মহবুল ওরফে কালু (৫২) কে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাব-৫এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট (সোমবার) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মহবুলকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলফাজ উদ্দিন বিশ্বাস। র্যাব জানায়, মহবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি (সিনিয়র পেট্রোলিং অ্যান্ড স্পেশাল ক্রাইম) ইউনিট জানতে পারে, মহবুল সীমান্তবর্তী এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এরপর গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারিতে রাখে এবং একাধিকবার অভিযান চালানো হয়। অবশেষে র্যাবের...
Developed by BDITHOST