নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৭:২০। ৫ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

অক্টোবর ২২, ২০২৪ ৫:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে দুইটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  বাঘায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মহাফিল

সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে র‌্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বেলপুকুর থানায় জিডি করে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।