স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ জনকে গ্রেপ্তারসহ ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত মো: সুজন হোসেন (৩৯) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার নুর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ভোরে চন্দ্রিমা থানা এলাকায় আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিরোইল কলোনী এলাকায় এক ব্যক্তির অবৈধ আগ্নেয়াস্ত্র আছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনী ভোর সাড়ে ৫টায় চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ১টি অবৈধ মরিচাধরা রিভলবার জব্দ করে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তরকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।