স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পালিত হয়েছে লালন সাঁই এর ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দরগাপাড়াস্থ লালন শাহ্ মুক্তমঞ্চে রাজশাহী জেলা প্রশাসন ‘লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা জানি লালন শাহ্ ১৩৫ বছর আগে মারা গেছেন এবং তিনি প্রায় ১১৬ বছর বেঁচে ছিলেন। কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় ছিল তাঁর বসবাস। অসংখ্য গান রচনা করেছিলেন তিনি। লালন সাঁই রচিত গানগুলো বাংলার জনপদে প্রত্যেক ঘরে ঘরে এখনো বেজে থাকে। তাঁর গানগুলো সবার পছন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক ড. এম.এ. মান্নান এবং অতিরিক্ত জেলা...
Developed by BDITHOST