স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন। রাজশাহীতেও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সাথে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের সাথে আ.লীগ নেতাকর্মী, পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জিরো পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এতে রাজশাহী জিরোপয়েন্ট, রাণীবাজার,অলোকার মোড় নিউমার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় রণক্ষেত্র পরিণত হয় । এসময় প্রায় ১০ টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...
Developed by BDITHOST